প্রশ্নঃ “বকধার্মিক শব্দটা তীরের মতো তাঁর মনের গভীরে গিয়ে বিঁধেছে” – কোন গল্পের অংশ? মন্তব্যটি কার সম্পর্কে বলা হয়েছে? মন্তব্যটি বিশ্লেষণ করো।

প্রশ্নঃ “বকধার্মিক শব্দটা তীরের মতো তাঁর মনের গভীরে গিয়ে বিঁধেছে” – কোন গল্পের অংশ? মন্তব্যটি কার সম্পর্কে বলা হয়েছে? মন্তব্যটি বিশ্লেষণ করো।

*************************************

আলোচ্য অংশটি সতীনাথ ভাদুড়ীর ‘বৈয়াকরণ’ গল্প থেকে নেওয়া হয়েছে। আলোচ্য মন্তব্যটি পণ্ডিতজি সম্পর্কে করা হয়েছে।

মৌলবিসাহেব পণ্ডিতজিকে ‘বকধার্মিক’ বলেছেন। কথাটি পণ্ডিতজিকে বড়ো আঘাত দিয়েছে। তিনি সারাজীবন নিষ্ঠাবান মানুষ। তিনি সৎ, আদর্শবান। সংযম, সহিষ্ণুতা, শিষ্টাচার অক্ষরে অক্ষরে পালন করে এসেছেন। অথচ মৌলবিসাহেবের এই বক্তব্য তাকে আজ বড়ো ভাবিয়ে তুলেছে। নিজেই নিজের অন্তর্বিশ্বে ডুব দিয়েছেন। নিজের জীবনে সারাজীবনের অধ্যবসায়, সংযমের শিক্ষা উঠে এসেছে। সৎ, নিষ্কলঙ্ক মানুষ হিসেবে পাড়ায় তাঁর খ্যাতি আছে। নিজেও ছোটোবেলা থেকে খুব মনোযোগ দিয়ে ব্যাকরণ শিখেছিলেন। ব্যাকরণের বিধানগুলি তাকে সংযমের সুতোয় বেঁধে দিয়েছিল। সেখানে একজন সহকর্মীর এমন মন্তব্য অন্তরে ঢেউ তুলেছে। যদিও মৌলবিসাহেব তা ইয়ার্কিসূত্রে বলেছিলেন। কিন্তু প্রখর সংযমের মানুষ তা গভীর অর্থে গ্রহণ করেছেন। গ্রহণ করে নিজের অন্তরে নিজেই দগ্ধ হয়েছেন।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

  Youtube: Nil’s Niva

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top