Q: What do you mean by settlement? প্রশ্নঃ বসতি বলতে কী বোঝ? 

By Nitish Paul

Published on:

nth

Q: What do you mean by settlement?

প্রশ্নঃ বসতি বলতে কী বোঝ? 

বসতি: জীবনধারণের জন্য মানুষের যে তিনটি প্রাথমিক চাহিদার প্রয়োজন, সেগুলি হল- অন্ন, বাসস্থান এবং বস্ত্র। মানুষের বেঁচে থাকার জন্য অন্নের পরেই বাসস্থান অন্যতম প্রয়োজনীয় উপাদান। প্রধানত প্রকৃতির খামখেয়ালিপনা এবং সামাজিক জীবনের প্রয়োজনের তাগিদেই মানুষ বসতি স্থাপন করেছে। বর্তমান সভ্যতায় জনবসতির যে রূপ আমরা দেখি তা অতীতের বিবর্তিত রূপ।

সাধারণভাবে বসতি বলতে একগুচ্ছ বাসগৃহ-কে বোঝায়। সম্পদ ব্যবহারের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে মানুষ একত্রে বসবাস করে। সমাজবিজ্ঞানীদের মতে, কোনো অঞ্চলের স্থানীয় সম্পদ ব্যবহার করতে গিয়ে একত্রে কিছু মানুষ বসবাস করলে একটি বসতি গড়ে ওঠে। যৌথভাবে সম্পদ সৃষ্টি করা এবং সম্পদ ব্যবহার করার আকাঙ্ক্ষই বসতি সৃষ্টির প্রাথমিক শক্তি | এই কারণে কোনো অঞ্চলে প্রাপ্ত সম্পদের প্রকৃতি এবং ধরনের ওপরে নির্ভর করে সেই অঞ্চলে কী ধরনের বসতি গড়ে উঠবে।

  • সংজ্ঞা:

(i) ভৌগোলিক Smith-এর মতে, স্থায়ীভাবে বসবাস করার জন্য মানুষের তৈরি আবাসস্থলকে বসতি বলা হয়।

(ii) Dicken এবং Pitts (1963 খ্রি.)-এর মতে, ছোটোগ্রাম, গ্রাম এবং শহরের মানুষ এবং আবাসস্থলের সমষ্টিকে বসতি বলে উল্লেখ করা যায়।

(iii) অধ্যাপক Stone বসতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন, কোনো এক স্থানে এক কিংবা একাধিক মানুষের বসবাসই হল বসতি।

(iv) ব্রুনহেসের মতে, বসতি হল ঘরবাড়ি এবং রাজপথ এই দুই মৌলিক উপাদানের সমন্বয়ে এবং সজ্জারীতির ভূপৃষ্ঠীয় বহিঃপ্রকাশ।

 

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606