1.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের নামকরণ নিয়ে আলোচনা করো।
*****************************************
আবিষ্কৃত ‘শ্রীকৃষ্ণকীর্তন’ পুঁথির আদি, মধ্য ও অন্তভাগের কয়েকটি করে পৃষ্ঠা নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্রন্থের প্রকৃত নাম জানা যায়নি। আবিষ্কারক বসন্তরঞ্জন রায় মহাশয় ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামটি প্রদান করেছেন। গ্রন্থের চতুর্থ সংস্করণের ভূমিকায় তিনি লিখেছেন-“পুঁথির আদ্যন্তবিহীন খণ্ডিতাংশে কবির দেশকালাদির কথা দূরে থাকুক, পুঁথির নাম পর্যন্ত পাওয়া যায় নাই। কথিত হয়, চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচনা করেন। খেতুরীর এক বার্ষিক উৎসবে চণ্ডীদাসের কৃষ্ণলীলা গীত হইয়াছিল, অবশ্য কীর্তনাঙ্গে। আলোচ্য পুঁথির প্রতিপাদ্য যে শ্রীকৃষ্ণের লীলাকীর্তন তাহাতে তর্কের অবসর নাই। অতএব গ্রন্থের- ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামকরণ অসমীচীন নয়।” অবশ্য এই নাম নিয়ে আপত্তি হয়েছে। আপত্তির কারণ পুঁথির মধ্যে প্রাপ্ত একটি রসিদ, যেখানে ‘শ্রীকৃষ্ণসন্দর্ব’ নামটি রয়েছে। মহম্মদ শহীদুল্লাহ, ড. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, বিমানবিহারী মজুমদার প্রমুখ পণ্ডিত ব্যক্তি ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’ নামের পক্ষপাতী। তবে শ্রীকৃষ্ণকীর্তন নামটি সর্বাধিক প্রচলিত।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
www.gyanjyoti.info | Nil’s Niva