মিশ্রভাষা কাকে বলে?

By Nitish Paul

Published on:

nth

মিশ্রভাষা কাকে বলে?

  • মিশ্রভাষাঃ

       ব্যাবসায়িক বা অন্যান্য প্রয়োজনে দুটি ভাষা সম্প্রদায়ের লোক পাশাপাশি থাকতে গিয়ে যখন তাদের উভয়ের ভাষা থেকে নির্বিচারে উপাদান গ্রহণ করে এবং একটি বিকৃত নিম্নমানের ভাষার সৃষ্টি করে, তখন তাকে মিশ্রভাষা বলে। পৃথিবীতে প্রচলিত প্রধান চারটি মিশ্রভাষা বীচ-লা মার, পিজিন, মরিশাস (ক্রেওল) চিনুক।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606