প্রশ্ন ১। ভারতের কোন্ অঞ্চলে সর্বপ্রথম মুসলিম আধিপত্য স্থাপিত হয়েছিল?
উত্তর। পশ্চিম ভারতের সিন্ধুদেশে মুসলিমরা সর্বপ্রথম তাদের আধিপত্য স্থাপন করেছিল। ওই সময়ে সিন্ধুদেশের রাজা ছিলেন দাহির। মুসলিম আক্রমণকারীরা ছিল আরব। তাদের নেতৃত্ব দিয়েছিলেন ইরাকের শাসনকর্তা হজ্জাজের সেনাপতি মহম্মদ- বিন-কাশিম। ৭১২ খ্রিস্টাব্দে রাওড়-এর যুদ্ধে দাহিরকে পরাজিত করে মহম্মদ-বিন- কাশিম সিন্ধুতে মুসলিম শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করেন। পরের বছর তিনি মূলতানও জয় করেছিলেন।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
www.gyanjyoti.info Nil’s Niva