বিতর্ক কাকে বলে?

By Nitish Paul

Published on:

nth

 ১. বিতর্ক কাকে বলে?

  • বিতর্কঃ

বিতর্ক শব্দের আক্ষরিক অর্থ আলোচনা বা তর্ক। এটি একটি আনুষ্ঠানিক ধরনের লেখা যেখানে লেখক বিষয়ের পক্ষে বা বিষয়ের বিরুদ্ধে তার মতামত উপস্থাপন করেন। পাঠককে প্ররোচিত করার জন্য একটি বিতর্ক যৌক্তিকভাবে লিখতে হবে।

একটি বিতর্ক একটি বিষয়ে মতামত বা দৃষ্টিভঙ্গি উদ্ধৃত করতে ব্যবহৃত হয়।বিতর্ক শব্দটি মূলত একটি বিষয়ের উপর একটি আনুষ্ঠানিক আলোচনাকে বোঝায়। সেখানে দুটি দল উপস্থিত রয়েছে। এক পক্ষ বিষয়টির পক্ষে কথা বলে অন্য পক্ষ বিপক্ষে কথা বলে। বিতর্ক সাধারণত সভা, সমাবেশ, সংসদ এবং স্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় হয়।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

www.gyanjyoti.info || Nil’s Niva