প্রশ্নঃ হরিচাঁদ ঠাকুর স্মরণীয় কেন?
উত্তরঃ হরিচাঁদ ঠাকুর উনিশ শতকে বাংলায় সংঘটিত মতুয়া আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণীয়। তিনি ১৮১২ সালে বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। নিম্নবর্গীয় ও দলিত সমাজের মানুষের প্রতি তৎকালীন সমাজের বৈষম্য ও অত্যাচার দেখে তিনি ব্যথিত হয়েছিলেন। তাই তিনি সমাজের এই অবহেলিত মানুষদের আত্মসম্মান, শিক্ষা এবং সমান অধিকারের জন্য আধ্যাত্মিক আন্দোলনের ডাক দেন। তার প্রচারিত মতবাদ ছিল “হাতে কাজ, মুখে হরিনাম”।





