Q: Briefly discuss Rousseau’s concept of general will.
প্রশ্নঃ রুশোর সাধারণ ইচ্ছার ধারণাটি সংক্ষেপে আলোচনা করো।
***************************************************************
- সাধারণ ইচ্ছাঃ
সাধারণ ইচ্ছা হল রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে রুশোর শ্রেষ্ঠতম অবদান। সাধারণ বিভিন্ন তাত্ত্বিকগণ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। কেউ কেউ সাধারণ ইচ্ছার ধারণাটিকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার মূর্ত প্রতীক হিসেবে বিবেচিত করেছেন। আবার অনেকে একে ‘কল্পিত রূপরেখা’ বলেও আখ্যায়িত করেন।
রুশো মন্তব্য করেছেন যে, চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর ‘সাধারণ ইচ্ছা’-র জন্ম হয়েছে। সাধারণ ইচ্ছা ‘সকলের ইচ্ছা’ অথবা ‘অধিকাংশের ইচ্ছা’ নয়। কারণ সকলের ইচ্ছা হল সকল নাগরিকের ইচ্ছার সমষ্টি। অপরদিকে ‘সাধারণ ইচ্ছা’ হল সকলের মঙ্গলের স্বার্থে সৃষ্ট একটি প্রতিষ্ঠান। আর এই ‘সাধারণ ইচ্ছা’ হল সকল ক্ষমতার উৎস।
‘সাধারণ ইচ্ছা’-কে রুশো জনগণের কল্যাণমূলক ইচ্ছা বলে পরিগণিত করেন। জনসংখ্যা বৃদ্ধি ও সীমিত ধনসম্পদকে কেন্দ্র করে সংঘাত দেখা দিলে তা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ চুক্তির মাধ্যমে সার্বভৌম শক্তির প্রতিষ্ঠা করে। চুক্তির মাধ্যমে জনগণ তাদের সব ক্ষমতা অর্পণ করেছিল ‘সাধারণ ইচ্ছা’ -র হাতে। রুশো তাঁর সাধারণ ইচ্ছাতত্ত্বের মাধ্যমে এই ধারণা প্রতিষ্ঠিত করেছেন যে, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। রুশো সাধারণ ইচ্ছাকে চূড়ান্ত, অভ্রান্ত অবিভাজ্য ও অহস্তান্তরযোগ্য বলে অভিহিত করেছেন।
রুশো মন্তব্য করেন যে, একজন ব্যক্তির ‘ব্যক্তিগত ইচ্ছা’ ও ‘প্রকৃত ইচ্ছা’ থাকতে পারে। এক্ষেত্রে তিনি বলেন যে, ‘সাধারণ ইচ্ছা’ হল ব্যক্তি সমষ্টির প্রকৃত ইচ্ছার সমষ্টি ।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606