Q: Conecpt of Landslide.
প্রশ্নঃ ভূমিধসের ধরণা দাও।
**************************************
- ভূমিধসের ধারণা:
আক্ষরিকভাবে ভূমিধস কথাটির অর্থ হল ভূমিভাগের কোনো অংশের আকস্মিক স্খলন। সাধারণত অভিকর্ষজ টানে কোনো পাহাড়ি-পার্বত্য ভূভাগ থেকে মাটির স্তূপ, প্রস্তরখণ্ড, কঠিন শিলাচূর্ণ কিংবা অন্যান্য যে-কোনো আলগা পদার্থের দ্রুত ও আকস্মিক স্খলনকেই ভূমিধস বলা হয়।
আভিধানিকভাবে Merium Webster Dictionary-তে ভূমিধস সম্পর্কে বলা হয়েছে, “সাধারণত ভূমিঢাল বেয়ে শিলাখণ্ড, মাটি বা কৃত্রিমভাবে ভরাটকৃত পদার্থের দ্রুত নিম্নগামিতাই হল ভূমিধস।”
Collins Dictionary অনুসারে ‘ভূমিধস হল একটি বিশাল পরিমাণ প্রস্তরখণ্ড বা মৃত্তিকা একটি ভূত বা পার্বত্য ঢাল বেয়ে নিম্নদিকে পতন।’
প্রসঙ্গত, ভূপৃষ্ঠের কাঠামোয় বিভিন্ন শিলাসমূহের মধ্যে একটি স্বাভাবিক প্রতিরোধী স্থিতিস্থাপকতা বজায় থাকে। কিন্তু অভ্যন্তরীণ সংশক্তি বল ও বাহ্যিক পীড়ন -এই দুয়ের বৈষম্যতার কারণে শিলাস্তরের সেই স্থিতিস্থাপক ক্ষমতা বিনষ্ট হলে ভূমিধসের পরিস্থিতির সৃষ্টি হয়। এক্ষেত্রে পাহাড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঢালের বিভিন্ন অংশে পাথর, গাছপালা, ঘরবাড়ি, অন্যান্য কাঠামোগুলি দ্রুত অভিকর্ষজ টানে নীচে পড়ে যায়। পর্বতগাত্রের ঢাল বরাবর সংঘটিত ভূমিধসে ছিটকে আসা ছোটো-বড়ো পাথরের টুকরো, কিংবা সমূলে উৎপাটিত গাছপালা কখনো-কখনো আশেপাশের রাস্তাঘাট বা জনবসতিগুলিকে মাঝে মধ্যেই ভীষণভাবে বিপর্যস্ত করে তোলে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
Youtube: Nil’s Niva