প্রশ্নঃ বিপর্যয় কাকে বলে? বিপর্যয় এর বৈশিষ্ট্য গুলি কি কি তা আলোচনা করো।

By Nitish Paul

Published on:

nth

Q: What is a Disaster. Discuss what are the characteristics of Disaster.

প্রশ্নঃ বিপর্যয় কাকে বলে? বিপর্যয় এর বৈশিষ্ট্য গুলি কি কি তা আলোচনা করো।

*******************************************************************

  • বিপর্যয়:

     দুর্যোগ যখন চরম আকার ধারণ করে তখন বিপর্যয়ের সৃষ্টি হয়। বিপর্যয়ের ইংরেজি প্রতিশব্দ ‘Disaster’ যেটি এসেছে দুই ফরাসী শব্দ ‘Des’ অর্থ মন্দ বা অশুভ এবং ‘Aster’ অর্থ তারা থেকে। অর্থাৎ এর অর্থ মন্দ তারা বা অশুভ তারা। প্রাচীন বিশ্বাস অনুসারে অশুভ কোনো তারার প্রভাবে মানবজীবনে যে দুর্ঘটনা নেমে আসে তাই হল বিপর্যয়। বিপর্যয় সাধারণত হঠাৎ এবং দ্রুত আসে এবং ক্ষণিকের মধ্যে মানবজীবনে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। অর্থাৎ এটি একটি চরম ঘটনা বা হঠাৎ একটি বিপরীতমুখী শক্তির বল যার প্রভাবে জীবজগৎ, মানুষ, পরিবেশ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে।

  • সংজ্ঞা:

        Chambridge Dictionary অনুসারে- এমন এক ঘটনা যার পরিণতি বৃহৎ ক্ষতি, মৃত্যু বা গুরুতর অসুবিধার সৃষ্টি করে।

        WHO এর মতে- বিপর্যয় হল এমন এক ঘটনা যার কারণে ক্ষয়ক্ষতি হয়, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হতে হয়, মানুষের জীবনহানি ঘটে এবং স্বাস্থ্য তথা স্বাস্থ্য পরিসেবার এতটাই অবনতি হয় যে, আক্রান্ত এলাকার বাইরে থেকে অস্বাভাবিক ধরনের সাহায্যের দরকার হয়।’

         United Nations Commission of Human Sattlement (UNCHS) প্রদত্ত সংজ্ঞা অনুসারে- “মনুষ্য বসবাসযুক্ত এলাকায় ক্ষয়ক্ষতিযুক্ত প্রাকৃতিক ঘটনাবলির মাধ্যমে যখন মানুষের স্বাস্থ্য এবং সম্পদের ভয়ানক ক্ষয়ক্ষতি হয়, তখন তাকে বলে দুর্যোগ।”

  • বিপর্যয়ের বৈশিষ্ট্যঃ বিপর্যয়ের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হল-
  1. প্রকৃতিঃ বিপর্যয় প্রকৃতিগত দিক থেকে দুর্যোগের একটি ভয়াবহ রূপ। অর্থাৎ দুর্যোগ ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক অবস্থার সৃষ্টি করলে বিপর্যয়ে পরিণত হয়।
  2. প্রভাবঃ এগুলি পরিবেশের এক অবাঞ্ছিত পরিবর্তন ঘটায় এবং মানুষের জীবনধারাকে ব্যাপকভাবে বিপর্যস্ত করে।
  3. ক্ষতির মাত্রা: এক্ষেত্রে ক্ষয়ক্ষতির মাত্রা অত্যধিক হয়ে থাকে এবং ব্যাপক জীবন ও সম্পত্তিহানি ঘটায়। এর ফলে সংগঠিত ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা খুব কঠিন। আবার এর ক্ষয়ক্ষতির ন্যূনতম পরিমাণ নিয়ে নানান অভিমত থাকলেও সাধারণভাবে বলা যায় যে এর ফলে 100 জনের বেশি নিহত ও আহত এবং প্রায় 10 লক্ষ মার্কিন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকে।
  4. ব্যাপ্তিকাল: বিপর্যয় কখনও ধীরগতিতে আবার কখনো দ্রুত বা আকস্মিকভাবে উপস্থাপিত হতে পারে। এর ব্যাপ্তিকাল সাধারণত কয়েকদিন থেকে কয়েক মাস পর্যন্ত হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে তা কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।
  5. ব্যাপকতা: বিপর্যয় ভূ-পৃষ্ঠের ব্যাপক এলাকা জুড়ে সংঘটিত হয়। অর্থাৎ এটি বৃহৎ স্কেলে সংগঠিত হয়ে থাকে।
  6. মাত্রা: বিপর্যয় বিস্তৃত স্থান জুড়ে এবং দীর্ঘ সময় ধরে এর ধ্বংসকারী প্রভাব বিস্তার করলেও একে নিয়ন্ত্রণের সঠিক ব্যবস্থাপনা না করলে তার মাত্রা ক্রমশ বৃদ্ধি পায়।
  7. উৎপত্তি: বিপর্যয় হল দুর্যোগের ফল। দুর্যোগ ব্যাপক আকারে আবির্ভূত হলে বিপর্যয়ে পরিণত হয়।
  8. ৪. কারণ: প্রধানত প্রাকৃতিক কারণেই বিপর্যয় হয়ে থাকে। আবার মানুষের দ্বারাও নানান বিপর্যয় সংগঠিত হতে পারে তবে তার ভূমিকা অপেক্ষাকৃত কম।
  1. পরিণতি: এটি মানুষের জীবনযাত্রা, সম্পদ ও পরিকাঠামোকে ব্যাপকভাবে ক্ষতি করে। আবার স্বাস্থ্য ক্ষেত্রেও আঘাত হেনে জীবনের কঠোর অবস্থার সৃষ্টি করে। এই ক্ষয়ক্ষতি পূরণ হতে বহু বছর পর্যন্ত সময় লেগে যায়।

জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার

তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি

6295916282; 7076398606

Website: www.gyanjyoti.info | Youtube: Nil’s Niva