প্রশ্নঃ প্রশ্নমালা কী? প্রশ্নমালা ও প্রশ্নতালিকার মধ্যে পার্থক্যগুল লেখো।
*************************************
প্রশ্নমালাঃ গবেষণা পদ্ধতি বা প্রক্রিয়ার একটি বিশেষ দিক হল প্রশ্নমালা। সর্বক্ষেত্রেই এর গুরুত্ব রয়েছে। সরকারী, বেসরকারী থেকে শুরু করে ব্যক্তিগত গবেষণা প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রশ্নমালার গুরুত্ব অস্বীকার করা যায় না। সাধারণত প্রশ্নপত্রের প্রয়োজনে বৈচিত্র্যপূর্ণ ভাবে যে বহুবিধ প্রশ্ন সুসজ্জিত করা হয়, তাকেই বলা হয় প্রশ্নমালা।
প্রশ্নমালা ও প্রশ্নতালিকার মধ্যে পার্থক্য:
(১) প্রশ্নমালা সাধারণত গবেষণার উদ্দেশ্যের জন্য প্রস্তুত করা হয়ে থাকে। প্রশ্নতালিকায় এইরূপ গবেষণার উদ্দেশ্য থাকে না।
(২) ভাল প্রশ্নমালার ক্ষেত্রে একটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ তা হলো এর সহজ সরল দিক। কারণ প্রশ্নমালার প্রশ্নগুলি সহজ না হলে উত্তরদাতার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। প্রশ্নতালিকার ক্ষেত্রে এই বিষয়টির কোন গ্রহণযোগ্যতা নেই।
(৩) প্রশ্নমালা সুসজ্জিত হওয়া আবশ্যক। কারণ প্রশ্নমালা আগোছালো হলে প্রশ্নপত্র সঠিক হয় না। প্রশ্নতালিকায় এইরূপ প্রতিফলন ঘটে না।
(৪) ভালো প্রশ্নমালার জন্য একটি নির্দিষ্ট কাঠামো থাকা আবশ্যক। একটি নির্দিষ্ট ভাবমূর্তি থাকাও বাঞ্ছনীয়। কারণ প্রশ্নমালা নির্দিষ্ট কাঠামো বা ভাবমূর্তির দ্বারা পরিগঠিত হয়ে থাকে। প্রশ্নতালিকা এইরূপ নির্দিষ্ট কাঠামো বা ভাবমূর্তির দ্বারা পরিগঠিত হয় না।
(৫) প্রশ্নপত্রের মত প্রশ্নমালারও একটি সীমারেখা থাকা আবশ্যক। কারণ সীমারেখা ছাড়া কোন বিষয়ই ভাল বা পরিচ্ছন্ন হতে পারে না।
(৬) ভাল প্রশ্নমালার একটি তাৎপর্যপূর্ণ দিক হল প্রাসঙ্গিকতা। মনে রাখা আবশ্যক প্রশ্নমালা সাধারণত প্রশ্নপত্রকে প্রভাবিত করে। সেক্ষেত্রে প্রশ্নমালা অপ্রাসঙ্গিক হলে প্রশ্নপত্রও অপ্রাসঙ্গিক হবে। উত্তরদাতার এক্ষেত্রে ভয়ানক সমস্যা হবে। প্রশ্নতালিকায় এইরূপ প্রভাব পরিলক্ষিত হয় না।
(৭) ভাল প্রশ্নমালার একটি বিশেষ দিক হল পরিচ্ছন্নতা। প্রশ্নগুলি বিষয় অনুযায়ী পরস্পর পরস্পরের সাথে সংযুক্ত থাকা আবশ্যক। প্রশ্নতালিকায় এইরূপ সংযুক্ত বিষয় পরিদৃষ্ট নয়।
(৮) ভাল প্রশ্নমালার ক্ষেত্রে প্রশ্ন চয়ণের দিকটি লক্ষ্যনীয়। গবেষণার বিষয়টি মাথায় রেখে ভাল ভাল প্রশ্ন চয়ণ করা উচিত। প্রশ্নতালিকায় এভাবে প্রশ্নচয়ণ করা হয় না।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606||Nil’s Niva