Q: What do you mean by polis?
প্রশ্নঃ পলিস বলতে কী বোঝ?
*************************************
গ্রিক ‘পলিস’ শব্দের ইংরেজি অনুবাদ করা হয়েছে ‘City State’ বা নগররাষ্ট্র হিসেবে। কারণ প্রত্যেক পলিসে কেবল একটি নগর থাকত এবং এক ‘পলিস’ অন্য ‘পলিস’ থেকে সম্পূর্ণ আলাদা ছিল। রাজা বংশাধিকারবলে এখানে শাসন পরিচালনা করতেন। তবে জনগণের নাপছন্দ রাজাকে পদচ্যুত করা যেত।
প্রাচীন গ্রিক লেখকদের রচনায় ‘পলিস’-এর সংজ্ঞার্থ পাওয়া যায় না। তবে অ্যারিস্টটল কিংবা পৌসেনিয়াসের লেখায় কোন্ শহরকে ‘নগররাষ্ট্র’ বা ‘Polis’ বলা হবে বা নগররাষ্ট্রের অত্যাবশ্যক শর্ত কী হওয়া বাঞ্ছনীয় তার কথা পাওয়া যায়। খ্রিস্টীয় ১৭০-এর দশকে পৌসেনিয়াস মধ্য গ্রিসের ছোটো শহর পেনোপিয়াসকে ‘নগররাষ্ট্র’ আখ্যা দিতে রাজি ছিলেন না। কারণ তাঁর কথায়, “এই শহরে বড়ো বড়ো বাড়ি নেই, জিমনাসিয়াম নেই, প্রেক্ষাগৃহ নেই, বাজার নেই, জলস্তম্ভ নেই এবং নাগরিকরা এখানে ছোটো ছোটো ঝুপড়িতে বাস করে। সুতরাং ‘নগররাষ্ট্র’ কেবল জনসমষ্টির সমাবেশ নয়, সেখানে নাগরিক জীবনের সুযোগ-সুবিধা সংক্রান্ত শর্তগুলোর উপস্থিতি আবশ্যিক। অ্যারিস্টটল তাঁর ‘পলিটিক্স’ গ্রন্থে নগররাষ্ট্রের চারটি অপরিহার্য উপাদানের কথা বলেছেন, যা হল স্বাস্থ্য, প্রতিরক্ষা এবং রাজনৈতিক ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত পরিবেশ ও সৌন্দর্য।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
Youtube: Nil’s Niva