পঞ্চমহাব্রত
□ মহাবীরের পূর্ববর্তী তীর্থঙ্কর পার্শ্বনাথের ধর্মের মূলমন্ত্র ছিল চারটি –
(1) অহিংসা
(2) সত্য
(3) অচৌর্য
(4) অপরিগ্রহ (পরদ্রব্য/ দান গ্রহণ না করা)
এই চারটি নীতি “চতুর্যাম” নামে খ্যাত। মহাবীর এর সঙ্গে আরও একটি ব্রত যোগ করেন। সেটি হল “ব্রহ্মচর্য” অর্থাৎ জিতেন্দ্রিয়তা। ‘পঞ্চমহাব্রত’ নামে খ্যাত এই পাঁচটি নীতিই জৈন ধর্মের সারকথা।
মহাব্রত – সন্ন্যাসীগণ যারা এই পাঁচটি নীতি প্রতিপালন করেন।
অনুব্রত – সাধারণ লোক যারা এই পাঁচটি নীতি পালন করেন।
প্রথম চারটে নীতি পার্শ্বনাথ বলেছিলেন এবং পরে পঞ্চম নীতি যোগ করেছিলেন মহাবীর।
- জৈনধর্মের বারটি ছোট ব্রত – পাঁচ অনুব্রত –
(1) চলমান বস্তু যাদের কমপক্ষে দুটি ইন্দ্রিয় আছে, তাদেরকে কোনভাবে আঘাত না করা।
(2) কারও প্রতি অত্যন্ত স্নেহ থাকলে তার ভুল বিবৃতিকে যেন গ্রহণ করা না হয়। একইভাবে, কারও প্রতি চরম ঘৃণাও যেন পোষন না করা হয়।
(3) যা প্রদত্ত নয়, এমন কোন জিনিস যেন না নেওয়া হয়।
(4) নিজের পতি বা পত্নী ব্যতীত অন্য কারও সঙ্গে যৌন সম্পর্কে না জড়িয়ে পড়া।
(5) সমস্ত প্রাকৃতিক সম্পদের ওপর থেকে স্বেচ্ছায় স্বাধিকার সীমাবদ্ধ করা।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606