Q: Write a short note on Mainamati or Pattikera Vihara.
টীকা লেখ: ময়নামতি বা পট্টিকেরা বিহার।
*******************************************************
বাংলাদেশের কুমিল্লার কাছে ময়নামতী লালমাই অঞ্চলে শালবন ঢিবির ওপর চিহ্নিত বাংলায় বৌদ্ধধর্মের অন্যতম বৃহত্তম কেন্দ্রটি অবস্থিত। এই বিহারটির অবশেষ থেকে পাওয়া গেছে বিভিন্ন রাজবংশের পৃষ্ঠপোষকতার নিদর্শন। শালবন বিহার থেকে প্রাপ্ত একটি পোড়ামাটির সিলমোহর, যেখানে কিংবদন্তি ‘শ্রী-ভবদেব মহাবিহার-আর্য- ভিক্ষু-সংঘস্যা’ নির্দেশ করে যে, খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর দেববংশের শ্রী ভবদেব এই বিহারটির প্রতিষ্ঠাতা ছিলেন। মুদ্রা, সিলমোহর ছাড়াও বুদ্ধ, তারা এবং বোধিসত্ত্বের মূর্তি এই বিহার থেকে পাওয়া গেছে। একাদশ শতাব্দীর পূর্ব পর্যন্ত শালবন বিহার বৌদ্ধশিক্ষা ও চর্চার কেন্দ্ররূপে সুপরিচিত ছিল।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
Youtube: Nil’s Niva