প্রশ্নঃটীকা লেখোঃ সেরাজেভো হত্যাকাণ্ড ।
- সেরাজেভো হত্যাকাণ্ডঃ
সেরাজেভো ছিল বসনিয়ার রাজধানী। অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড ও তাঁর পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিভ্রমণে এসে ব্ল্যাক হ্যান্ড নামক আততায়ীর হাতে নিহত হওয়ার ঘটনা ‘সেরাজেভো হত্যাকান্ড’ নামে পরিচিত । ১৮৭৮ খ্রিস্টাব্দে বার্লিন চুক্তির দ্বারা স্লাভ অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনায় অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে অস্ট্রিয়া এক চরমপত্র পাঠায়।
অস্ট্রিয়া কর্তৃক প্রদত্ত শর্তের অনেকগুলি সার্বিয়া মেনে নিলেও কয়েকটি দাবি মানতে অস্বীকার করে ।অস্ট্রিয়া কর্তৃক প্রদত্ত শর্তের অনেকগুলি সার্বিয়া মানতে অস্বীকার করলে অস্ট্রিয়া ২৮ শে জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে । অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে শুরু হওয়া এই যুদ্ধে একে একে রাশিয়া ,ইংল্যান্ড ,তুরস্ক ,জার্মানি প্রভৃতি দেশ অংশগ্রহণ করলে তা বিশ্বযুদ্ধের রূপ নেয়। আর ফলে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ ।১৯১৪ খ্রিস্টাব্দে সংঘটিত হওয়া প্রথম বিশ্বযুদ্ধ ছিল সেরাজেভো হত্যাকাণ্ডের একটি তাৎক্ষণিক ফল।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
www.gyanjyoti.info || Nil’s Niva