প্রশ্ন: জনপ্রশাসনের সংজ্ঞা দাও।
Q: Definition of Public Administration.
- জনপ্রশাসনের সংজ্ঞা:
প্রশাসনের এই সকল সংজ্ঞা থেকেই জনপ্রশাসন সম্বন্ধে একটি সাধারণ ধারণা করা যেতে পারে। যৌথ উদ্যোগের মাধ্যমে সাধারণ লক্ষ্য পূরণের কর্মপ্রচেষ্টাকেই প্রশাসন বলা যায়। জনপ্রশাসন এই প্রশাসনেরই একটি বিশেষ ক্ষেত্র, তথা সরকারি সিদ্ধান্ত গ্রহণ ও কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কযুক্ত ক্রিয়াকলাপকে জনপ্রশাসন বলে অভিহিত করা যায়। রাষ্ট্রীয় কার্য পরিচালনা সংক্রান্ত কার্য বৃত্তান্ত জনপ্রশাসন বলে পরিচিত। জনপ্রশাসনকে সংকীর্ণ অর্থে শাসনবিভাগীয় কর্মকাণ্ডের মধ্যে সীমিত রাখার প্রবণতা লক্ষ করা যায় অনেক বিশেষজ্ঞদের মধ্যে। পক্ষান্তরে, এরূপ বিশেষজ্ঞ অভিমতেরও অভাব নেই, যা জনপ্রশাসন বলতে সম্পূর্ণ রাজনৈতিক ব্যবস্থার পরিচালনাকে চিহ্নিত করে। আইনবিভাগ আইন প্রণয়ন করে, শাসনবিভাগ তা প্রয়োগ করে এবং বিচারবিভাগ রাজনৈতিক ব্যবস্থায় ন্যায় ও ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করে। মন্তেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বেও এই তিনটি বিভাগের সম্পর্কের অবশ্যম্ভাবিতাকে একেবারে অস্বীকার করা হয়নি। অতঃপর জনপ্রশাসন বিশেষজ্ঞদের একটি বৃহৎ অংশের অভিমত হল, জনপ্রশাসন বলতে এই তিনটি বিভাগের কার্য পরিচালন সংক্রান্ত ব্যবস্থাকে বোঝায়। কোনো কোনো বিশেষজ্ঞের মতে, সরকারি কোষাগার তথা জনগণের কাছ থেকে সংগৃহীত অর্থের দ্বারা পরিচালিত কর্মকাণ্ডকে জনপ্রশাসন বলা যেতে পারে। অপর কয়েকজন বিশেষজ্ঞের মতে, সমাজ ও রাজনৈতিক ব্যবস্থাকে স্পর্শ করে এমন সকল বিষয়ই জনপ্রশাসনের অন্তর্ভুক্ত, অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতির মোকাবিলা, উগ্রপন্থী কার্যকলাপ দমন, বিচ্ছিন্নতাবাদ রোধ, অর্থনৈতিক উন্নয়ন, সমাজ বিকাশ, কুসংস্কার দূরীকরণ, পরিবার পরিকল্পনা প্রভৃতি সকল বিষয়ই জনপ্রশাসনের ক্ষেত্র বলে বিবেচিত হতে পারে। এই ক্ষেত্র চিহ্নিতকরণের বিষয়টি রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি, অর্থনৈতিক ও সামাজিক অবস্থান প্রভৃতির দ্বারা নির্ধারিত হয়।
লিওনার্ড ডি. হোয়াইটের মতে- জননীতি বা সরকারি নীতি প্রয়োগ ও বাস্তবায়ন সংক্রান্ত যাবতীয় কাজ জনপ্রশাসন হিসেবে চিহ্নিত হতে পারে ।
উড্রো উইলসন তাঁর ‘The Study of Administration’ প্রবন্ধে বলেছেন যে, জনপ্রশাসন হল বিস্তারিত ও সুসংহতভাবে আইনের প্রয়োগ সংক্রান্ত কার্যাবলি। প্রতিটি আইনের সুনির্দিষ্ট প্রয়োগই প্রশাসনিক কাজ হিসেবে চিহ্নিত হতে পারে।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606