1.Discuss about the Nagara Styles of Temple architecture.
Or
Discuss about the Temple architecture of North India.
- উত্তর ভারতের মন্দিরসমূহ (Temples of North India):
উত্তর ভারতের মন্দির স্থাপত্য শৈলি ‘নাগর’ নামে পরিচিত। শিখরযুক্ত নাগর শৈলীর মন্দির সমগ্র উত্তর ভারতে দেখা যায়। তবে এই বিশেষ শ্রেণির মন্দিরের দুটি বিখ্যাত কেন্দ্র হল ভুবনেশ্বর ও খাজুরাহো। মন্দিরের দুটি ভাগ, শিখরযুক্ত গর্ভগৃহ ও তার সামনে ছাদযুক্ত মণ্ডপ। নাগর শৈলীর মন্দির সপ্তম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত উড়িষ্যায় নির্মিত। এর মধ্যে উল্লেখযোগ্য হল মুক্তেশ্বর মন্দির, রাজারানি মন্দির, লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরকেই হিন্দু মন্দিরগুলির মধ্যে সর্বোৎকৃষ্ট হিসাবে গণ্য করা হয়। ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের চারটি প্রধান অংশ- ভোগমণ্ডপ বা ভোজনালয়, নাটমণ্ডপ, জগমোহন বা দর্শন গৃহ এবং দেউল বা দেবগৃহ।
মন্দিরের গায়ে অতুলনীয় ভাস্কর্যের নিদর্শন চোখে পড়ার মতো। মন্দিরের সামনে অবস্থিত ‘নাটমণ্ডপ’ ও ‘ভোগমণ্ডপ’ বিন্যাস অতুলনীয়। এই সূর্যমন্দির ঘোড়ায় টানা রথের মডেলে নির্মিত। পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির আয়তনে বিশাল। মন্দিরের ফটকে শ্রীকৃষ্ণের জীবন নিয়ে নানা ছবি ও অভ্যন্তরে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের মূর্তি স্থাপিত হয়েছে।
মধ্যভারতে নাগর শৈলীর মন্দির স্থাপত্যের একটি স্বতন্ত্র ধারার বিকাশ ঘটেছিল। এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের ‘খাজুরাহো’ মন্দিরের উল্লেখ করা যেতে পারে। ৯০০-১১৫০ খ্রিস্টাব্দের মধ্যে চান্দেল রাজাদের রাজধানী খাজুরাহোতে অন্তত ত্রিশটি মন্দির নির্মিত হয়েছিল। এগুলি হল শৈব, জৈন ও বৈষ্ণব মন্দির।
শিল্প প্রতিভার সঙ্গে ধর্মের প্রতি গভীর এক আস্থা এসব মন্দির নির্মাণে যে বিশেষ প্রভাব ফেলেছিল তা হয়তো বলার অপেক্ষা রাখে না। জৈন মন্দিরগুলির মধ্যে ‘চতুর্ভুজের মন্দির’ এবং শৈব মন্দিরগুলির মধ্যে ‘বিশ্বনাথ’ ও ‘কন্দরীয় মহাদেও মন্দির’ উল্লেখযোগ্য।
নাগর শৈলীর বৈচিত্র বিভিন্ন অঞ্চলে বিশেষত কাশ্মীর ও রাজপুতানায় লক্ষ্য করা যায়। কাশ্মীরের ‘মার্তণ্ড মন্দিরের’ এবং রাজপুতানায় আবু পাহাড়ে দিলওয়ারার দুটি মন্দির এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। মন্দিরগুলির বৈশিষ্ট্য হল মন্দিরগুলির ওপর শিখর নেই, গম্বুজাকৃতি ছাদে ঢাকা এই মন্দিরগুলি। পশ্চিম ভারতীয় মন্দিরগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ‘মাধেরার সূর্য মন্দির’। গুজরাটের সোলাঙ্কি রাজারা সূর্য মন্দির নির্মাণ করেন। এই মন্দিরের বিশালতা ও গাম্ভীর্য সকলকে আকৃষ্ট করে। হিমাচল প্রদেশের কাংড়ার ময়ূর ও বৈজনাথ মন্দিরে নাগর শৈলীর বৈশিষ্ট্য দেখা যায়।
জ্ঞ্যানজ্যোতি কোচিং সেন্টার
তোমাদের উজ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি
6295916282; 7076398606
www.gyanjyoti.info || Nil’s Niva